নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : ভারত সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজ বয়কট করেছে কংগ্রেস।
মার্কিন প্রেসিডেন্টের সৌজন্যে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন এক নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই ভোজে উপস্থিত থাকার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, রাজ্যসভার সাংসদ গুলাম নবি আজাদ, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি। আমন্ত্রিতের তালিকায় সোনিয়া গান্ধীর নাম না থাকায় কংগ্রেসীদের ক্ষোভের সঞ্চার হয়। এক মাত্র এই নৈশভোজ ছাড়া বিরোধীদের সঙ্গে ট্রাম্পের আর কোনও বৈঠকে আয়োজন করা হয়নি। তা নিয়েও রবিবার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী।

