অযোধ্যায় যাবেন উদ্ধব ঠাকরে

অযোধ্যা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রে জোট সরকারের ১০০ দিন পূর্ণ উপলক্ষ্যে আগামী ৭ মার্চ অযোধ্যায় যাবেন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। সেখানে গিয়ে রামলাল্লার মন্দিরে পুজো দেবেন তিনি।

শিবসেনার তরফে জানানো হয়েছে উদ্ধবের সঙ্গে থাকবেন স্ত্রী, পুত্র আদিত্য ঠাকরে এবং শীর্ষস্থানীয় কয়েক জন শিবসেনা নেতা। রামলাল্লা ছাড়াও হনুমানগারহিতেও পুজো দেবেন উদ্ধব। এ ছাড়াও স্থানীয় সাধু সন্তদের সঙ্গে কথা বলবেন তিনি।

উল্লেখ করা যেতে পারে ৯ নভেম্বর  রাম মন্দির মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়দানের পর অযোধ্যায় যাওয়ার ঘোষণা করেন শিবসেনা সুপ্রিমো। কিন্তু বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং এনসিপি ও কংগ্রেসকে নিয়ে মহারাষ্ট্রে সরকার গঠনের ফলে তার সেই সিদ্ধান্ত পিছিয়ে যায়। অবশেষে ৭ মার্চ সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে অযোধ্যা যাবেন তিনি। ২০১৯ সালের ১৬ জুন দলের ১৮জন নবনির্বাচিত সাংসদদের নিয়ে শেষবার অযোধ্যা গিয়েছিলেন উদ্ধব।

রাজনৈতিক মহলের মতে উদ্ধবের অযোধ্যা যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় অস্বস্তিতে পড়েছে কংগ্রেস এবং এনসিপি।