এবছর দ্বাদশ ও মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ৭৭,৭১১

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর মোট ৭৭,৭১১ জন পরীক্ষার্থি নাম নথিভুক্ত করেছেন৷ আগামী ২ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক এবং ৩ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে৷


এ বিষয়ে শনিবার সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, আগামী ২ মার্চ থেকে রাজ্যের ৮৬টি জায়গায় ৬০টি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ উচ্চ মাধ্যমিকে ২৭,১৪২ জন ছাত্র ছাত্রী নাম নথিভুক্ত করেছেন৷ মোট ৪০৮টি সুকলের ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেবেন৷ তিনি জানান, গত বছর উচ্চ মাধ্যমিকে ২৭,১৯৭ জন পরীক্ষা দিয়েছিলেন৷ এবছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থিদের মধ্যে তপশিলী জাতি ৫৪০৯ জন, তপশিলী উপজাতি ৬৫০২ জন, ওবিসি ৩২২৯জন, ধর্মীয় সংখ্যালঘু ৩০০২ জন এবং সাধারণ ক্যাটাগরির ৯০০০ ছাত্র ছাত্রী রয়েছেন৷ তাদের মধ্যে ৩১৯৮ জন ছাত্র ছাত্রী বিজ্ঞান বিভাগে, ২৩২৪৫ জন ছাত্র ছাত্রী আর্টস এন্ড হিউমেনিটিজ বিভাগে এবং বাণিজ্য বিভাগে ৬৯৯ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেবেন৷ তিনি জানান, ২ মার্চ মাদ্রাসা ফসিল পরীক্ষাও অনুষ্ঠিত হবে৷ তিনটি স্থানে তিনটি পরীক্ষা কেন্দ্রে ২৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন৷


শিক্ষা আরও জানান, এবছর মাধ্যমিকে ৫০,৫৬৯ জন ছাত্র ছাত্রী নাম নথিভুক্ত করেছেন৷ ১৫৮টি স্থানে ৭৭টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ ৩ মার্চ মাধ্যমিক পরীক্ষায় তপশিলী উপজাতি ১৩৫২০ জন, তপশিলী জাতি ৮৮৩৫জন, ওবিসি ৮৭৫২ জন, ধর্মীয় সংখ্যালঘু ২৬৫০ জন এবং সাধারণ ক্যাটাগরি ১৬৮১২ জন পরীক্ষায় নাম নথিভুক্ত করেছেন৷ তাদের মধ্যে রেগুলার ক্যাটাগরির ৩৯,৯১৭ জন, কন্টিনিউ ৫৭৯২২ জন, কম্পার্টমেন্টাল ক্যাটাগরিতে ৪৫৯১জন এবং এক্ট্রান্যাল ২৬৮ জন পরীক্ষায় বসবেন৷ এদিকে, মাদ্রাসা আলিম পরীক্ষায় ৭টি স্থানে ৫টি পরীক্ষা কেন্দ্রে ১০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন৷ এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট ১০৫২ সুকলের ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেবেন৷
এদিকে, ত্রিপুরায় নবম ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হয়েছে৷ ৯০,৬৯০ জন ছাত্রছাত্রীর মধ্যে আজ ৭৭,০০৪ জন পরীক্ষা দিয়েছে৷


এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, নবম শ্রেণিতে ৬২,৭৩৯ জন ছাত্রছাত্রী পরীক্ষার জন্য নথিভুক্ত হয়েছিল৷ কিন্তু, তাদের মধ্যে ৫১,০৭৯ জন আজ পরীক্ষা দিয়েছে৷ আজ ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ পরীক্ষায় উপস্থিতির শতকরা হার ৮১.৪০ শতাংশ৷
শিক্ষামন্ত্রী আরও জানান, একাদশ শ্রেণিতে বার্ষিক পরীক্ষার জন্য ২৭,৯৫১ জন ছাত্রছাত্রী নথিভুক্ত হয়েছিলেন৷ তাদের মধ্যে ২৫,৯২৫ জন আজ পরীক্ষা দিয়েছেন৷ একাদশ শ্রেণিতেও আজ ইংরেজি পরীক্ষা ছিল এবং পরীক্ষায় উপস্থিতির শতকরা হার ৯৩ শতাংশ৷ মন্ত্রী বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ওই পরীক্ষার আয়োজন করেছে৷ সারা ত্রিপুরায় একই জুটির প্রশ্ণপত্রে আজ পরীক্ষা হয়েছে৷