নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷ গ্যাস সিলিন্ডার থেকে অগ্ণি কান্ডের জেরে পুড়ল ঘরের সামগ্রী৷ অল্পেতে রক্ষা পেল গোটা বাড়ি৷ ঘটনা শুক্রবার মঠ চৌমুহনী শহীদ ক্ষুদিরাম বসু লেনে৷ এদিন সকালে ভারাটিয়া অলক ঘোষ নতুন গ্যাস সিলিন্ডার ক্রয় করে আনেন৷
এরপর সেই সিলিন্ডার ব্যবহার করতে গেলেই লিক করে আগুন জ্বলে ওঠে৷ আগুন তীব্র আকার ধারন করার আগেই বাড়ির সকলে মিলে সিলিন্ডারে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে৷ খবর দেওয়া হয় দমকল কর্মীদের৷ ঘটনা স্থলে ছুটে যায় মহারাজগঞ্জ বাজার থেকে দমকলের একটি ইঞ্জিন৷ দ্রুত আগুন নিয়ন্ত্রনে আশায় রক্ষা পায় গোটা বাড়ি৷ তবে আগুনে ঘরে থাকা বেশ কিছু সামগ্রী পুড়ে নষ্ট হয়ে যায়৷ ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৪০ হাজার টাকা৷
ভাড়াটিয়ার ঘরে থাকা দোকানের কাপড় নষ্ট হয়৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ গ্যাস সিলিন্ডারের থেকে অগ্ণিকান্ড বলে জানায় দমকল কর্মীরা৷