স্বস্তি পেলেন শশী থারুর, বিদেশ ভ্রমণের অনুমতি মঞ্জুর

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে স্বস্তি পেলেন কংগ্রেস নেতা শশী থারুর| শনিবার শশী থারুরকে বিদেশ ভ্রমণের অনুমতি প্রদান করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত| আদালতে বিদেশ ভ্রমণের অনুমতি মঞ্জুর হওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স এবং নরওয়ে যেতে পারবেন কংগ্রেস নেতা শশী থারুর|

সুনন্দা পুষ্কর রহস্য-মৃত্যু মামলায় অন্যতম অভিযুক্ত সুনন্দার স্বামী তথা কংগ্রেস নেতা শশী থারুর| সম্প্রতি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বিদেশ ভ্রমণের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন শশী থারুর| শনিবার শশী থারুরের আবেদন মঞ্জুর করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত| আবেদন মঞ্জুর হওয়ায় ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স এবং নরওয়ে যেতে পারবেন কংগ্রেস নেতা শশী থারুর| এর আগে শশী থারুরকে মোট ন’বার বিদেশ ভ্রমণের অনুমতি প্রদান করেছে আদালত|

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ১৪ নভেম্বর থেকে ২০১৯ সালের ১৮ নভেম্বর পর্যন্ত শশী থারুরকে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছিল আদালত| তার আগে ২০১৯ সালের ১১ অক্টোবরও শশী থারুরকে পাঁচটি দেশে যাওয়ার অনুমতি মঞ্জুর করেছিল আদালত| প্রসঙ্গত, সুনন্দা পুষ্কর হত্যা মামলায় ২০১৮ সালের ১৪ মে চার্জশিট দাখিল করেছিল দিল্লি পুলিশ| চার্জশিটে সুনন্দা পুষ্করের স্বামী তথা কংগ্রেস নেতা শশী থারুরকে অভিযুক্ত করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *