স্থানীয় সন্ত্রাসীদের সংখ্যা বেড়েছে উত্তর কাশ্মীরে : ডিআইজি

শ্রীনগর, ২২ ফেব্রুয়ারি (হি.স.): কাশ্মীরের উত্তরাঞ্চলে স্থানীয় সন্ত্রাসীদের সংখ্যা বাড়ছে | শনিবার এমনটাই জানিয়েছেন উত্তর কাশ্মীরের ডিআইজি সুলেমান | এদিন তিনি জানান, ১৯জন স্থানীয় সন্ত্রাসী এখনও কাশ্মীরের উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে। এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে টানা তল্লাশি অভিযান চালান হচ্ছে।

তিনি বলেন, যে কাশ্মীরের উত্তরাঞ্চলে স্থানীয় সন্ত্রাসীবাদীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং  অল্প বয়সীরাই সন্ত্রাসীবাদী সংগঠনে যোগ দিচ্ছে। এই তথ্য দিয়ে ডিআইজি সুলেমান চৌধুরী বলেন, এদের হদিস পেতে তথ্য ব্যবস্থা জোরদার করা হয়েছে | যারা উত্তরাঞ্চলে যুবসমাজকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে এমন দেশবিরোধীদের  গ্রেফতার করাতেও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে  ।

চৌধুরী বলেন, শুক্রবার হিজবুল মুজাহিদিনের স্থানীয় জঙ্গি জুনায়েদ মনজুরকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য সামনে এসেছে । শুক্রবার পুলিশ জানতে পেরেছিল যে, জুনাইদ বারামুল্লা জেলার তাপ্পের পাট্টান এলাকায় আত্মগোপন করে আছে | জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর যৌথ বাহিনী  অভিযান চালিয়ে ওই জঙ্গিকে গ্রেফতার করে । ধৃত হিজবুল মুজাহিদিন জঙ্গির হেফাজত থেকে একটি চাইনিজ পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং দু’টি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে|ধৃত জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে|

তিনি আরও জানান, জুনাইদকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে উত্তর কাশ্মীরে বিপুল সংখ্যক যুবক সন্ত্রাসীবাদী সংগঠনে যোগ দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তদন্তকারীদের আশা যে, তাকে জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *