নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দিল্লি স্কুল পরিদর্শনকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নাম তালিকা থেকে বাদ যাওয়ায় ক্ষুব্ধ আপের অভিযোগ উড়িয়ে দিল বিজেপি| শনিবার বিজেপি সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, এবিষয়ে তাঁদের কিছু করার নেই |
শেষ মুহূর্তে জানা গেছে মার্কিন প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সফরে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দিল্লির স্কুল পরিদর্শনের সময় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে । দলেরই দুই শীর্ষ নেতার নাম না থাকা নিয়ে ক্ষুব্ধ আম আদমি পার্টি (আপ) | আপের অভিযোগ, বিজেপি এবং কেন্দ্র সরকার ষড়যন্ত্র করে তাদের নাম বাতিল করে দেয়। এনিয়ে আপ নেত্রী প্রীতি শর্মা টুইটার হ্যান্ডেলে লেখেন, “প্রধানমন্ত্রী মোদীজি আপনি কেজরিওয়ালকে আমন্ত্রণ নাই জানাতে পারেন, কিন্তু ওঁর কাজ ওঁদের হয়ে কথা বলবে।”
বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ ব্যাপারে তাঁদের কিছু করার নেই বিজেপির সর্বভারতীয় মুখপাত্র বলেন, ‘‘কিছু বিষয় নিয়ে নীচু স্তরের রাজনীতি না হওয়াই ভাল। এ ভাবে পরস্পরের নামে কুকথা বললে দেশের বদনাম হবে। তাছাড়া আমেরিকা কাকে ডাকবে আর কাকে ডাকবে না, তাতে ভারত সরকারের কোনও ভূমিকা নেই।’’
প্রসঙ্গত, আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দু’দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আমদাবাদ এবং তাজমহল দর্শন সেরে মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। ওই সময়ে দক্ষিণ দিল্লির সরকারি স্কুল ঘুরে দেখবেন মেলানিয়া ট্রাম্প। স্কুলে মেলানিয়াকে স্বাগত জানানোর কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ারর। শিশুদের কাছে পঠন-পাঠনকে আকর্ষণীয় করে তুলতে তাঁরা আর কী কী পদক্ষেপ করেছেন, তা সবিস্তারে বর্ণনা মার্কিন ফার্স্ট লেডিকে জানানোর কথা ছিল তাঁদের। এ নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে তাঁদের একদফা কথাও হয়েছিল বলে জানিয়েছিলেন খোদ উপমুখ্যমন্ত্রী। কিন্তু শেষমুহূ্র্তে তাঁদের নাম তালিকা থেকে বাতিল হয়। যা নিয়ে ক্ষুব্ধ আপের অভিযোগ উড়িয়ে দেন বিজেপি নেতা ।