সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসরগ্রহণ প্রজ্ঞানের

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : সমস্ত ধরণের ক্রিকেট থেকে  অবসর ঘোষণা করলেন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা।

শুক্রবার নিজের ট্যুইট বার্তায় সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা করে প্রজ্ঞান লেখেন, ‘জীবনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তাই আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরগ্রহণ করলাম। দেশের হয়ে সর্বোচ্চ পর্যায় প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। দেশবাসীর তরফ থেকে যে ভালবাসা পেয়েছি, তা কথা দিয়ে বোঝানো যাবে না।’

উল্লেখ করা যেতে পারে ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল প্রজ্ঞানের। মোট ১৬ বছর পেশাদারী ক্রিকেট খেলেছেন তিনি। ভারতের হয়ে ২৪টি টেস্ট খেলে ১১৩টি উইকেট নিয়েছেন। ১৮টি একদিনের ম্যাচ খেলে নিয়েছেন ২১টি উইকেট। দেশের হয়ে টি২০ ঘরানার ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন ৬টি ম্যাচে। নিয়েছেন ১০ উইকেট।

উল্লেখ করা যেতে পারে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন প্রজ্ঞান। ২০১৩ সালে নভেম্বরে মুম্বইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্টে খেলেছিলেন তিনি। ওই একই টেস্ট খেলে বিশ্ব ক্রিকেটকে বিদায় জানিয়েছিল শচিন তেন্ডুলকর।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সেরা মুহূর্ত ব্যক্ত করতে গিয়ে তিনি জানিয়েছে শচিনের হাত থেকে টেস্ট ক্যাপ নেওয়াটাও সেরা মুহূর্ত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *