BRAKING NEWS

লক্ষ্য পর্যটনে উন্নতি, আগরতলা আইসিপি-তে ট্যুরিস্ট কাউন্টারের সূচনা করে দাবি বিভাগীয় মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ পর্যকদের সুবিধার্থে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে ট্যুরিস্ট কাউন্টার খুলেছে ত্রিপুরা সরকার৷ বৃহস্পতিবার পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহরায় আইসিপি-তে এই কাউন্টারের শুভ সূচনা করেন৷ তিনি বলেন, বাংলাদেশের সাথে ত্রিপুরার হৃদয়ের সম্পর্ক৷ ওপার বাংলা থেকে বহু পর্যটক ত্রিপুরায় আসেন৷ তাঁদের কাছে ত্রিপুরাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগরতলা আইসিপি-তে ট্যুরিস্ট কাউন্টার খোলা হয়েছে৷ এতে পর্যকরা উপকৃত হবেন, দাবি করেন তিনি৷


এ-বিষয়ে আগরতলা ল্যান্ড পোর্টের ম্যানেজার দেবাশিস নন্দী বলেন, আগরতলা আইসিপি দিয়ে প্রচুর মানুষ বাংলাদেশে যাতায়াত করেন৷ তাঁদের সবর্োচ্চ সুযোগ সুবিধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে থাকি আমরা৷ সেক্ষেত্রে আমাদের দেশে ঢোকার পর বিভিন্ন তথ্য জানতে চান অনেকেই৷ এই ট্যুরিস্ট কাউন্টার তাঁদের সহায়তা করতে পারবে বলে আমরা আশাবাদী৷ তিনি বলেন, এমন একটি কাউন্টার পুরোদমে চালু করার জন্য বহুদিন ধরে রাজ্য সরকারের কাছে তদ্বির করেছে ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া৷ অবশ্য রাজ্য সরকারও এমন একটি কাউন্টার আইসিপি-তে খুলতে চাইছিল৷ তাই পর্যটন দফতরকে আইসিপি-তে বিনামূল্যে জায়গা দেওয়া হয়েছে৷ দেবাশিসবাবু বলেন, ট্যুরিস্ট কাউন্টার আইসিপি-তে আগেও ছিল৷ কিন্তু মানুষের সহায়তায় এতদিন পাওয়া যায়নি৷ কিন্তু, এখন অনেক বড় আকারের কাউন্টার খুলেছে পর্যটন দফতর৷ এখানে সমস্ত তথ্য সহজে পাওয়া যাবে৷


তিনি বলেন, আইসিপি-তে এসে অনেকেই ভারতের বিভিন্ন স্থানে ঘুরতে যেতে চান৷ তাছাড়া, অনেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্র পরিদর্শন করতে চান৷ ওই কাউন্টারে সে সমস্ত তথ্য এখন পর্যকরা পেয়ে যাবেন৷ শুধু ত্রিপুরার নয়, গোটা ভারতের বিভিন্ন স্থানের তথ্য মিলবে এই কাউন্টারে৷ সাথে তিনি যোগ করেন, কিছুদিনের মধ্যে এই কাউন্টারেই বুকিং সুবিধা উপলব্ধ হবে৷ এতে পর্যকরা আইসিপি-তে দাঁড়িয়ে যে কোনও পর্যটনস্থলে যেতে পারবেন৷ সেখানে রুম বুকিং থেকে শুরু করে গাড়ি ভাড়া সমস্ত কিছু একই জায়গায় পেয়ে যাবেন৷


পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, ত্রিপুরাকে পর্যটনে উন্নত করার দাবি দীর্ঘদিনের৷ কারণ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তর-পূর্বাঞ্চলের এই ছোট্ট রাজ্য৷ তাঁর কথায়, বাংলাদেশ থেকে অনেক পর্যটক ত্রিপুরায় এসে খুঁজতে থাকেন কোথায় যাবেন, কীভাবে যেতে পারবেন ইত্যাদি৷ তাঁদের ওই সব সমস্যার এখন স্থায়ী সমাধান হয়েছে৷ তাঁর দাবি, আগরতলা আইসিপি-তে ট্যুরিস্ট কাউন্টার পর্যটকদের দারুণভাবে সহযোগিতা করবে৷ তিনি বলেন, বাংলাদেশের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক৷ তাই আমরা চাইছি পর্যটকদের কোনও অসুবিধা না হোক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *