নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ ফেব্রুয়ারি ৷৷ ২ নাবালক এর দ্বারা আবারও দুঃসাহসিকভাবে অটো চুরির ঘটনা ঘটলো কৈলাসহরে৷ যদিও সাধারণ মানুষ ও পুলিশ প্রশাসনের চেষ্টায় দুই নাবালককে আটক করা সম্ভব হয়েছে৷ কৈলাসহর নুরপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা আমিন আলি নিজের টিআর০২বি- ৩২৭৫ যাত্রীবাহী অটোরিকশা শহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন সুলতানপুর এলাকায় ওয়াজ মাহফিলে যায় সেখানে নিজের অটোকে রেখে সে একটি দোকান দেয় আনুমানিক বিকাল ৪ ঘটিকার সময়৷
সে লক্ষ্য করে যে দুটি যুবক তার দোকানে বেশ কয়েকবার এসেছে বিভিন্ন কিছু কেনার অজুহাতে৷ সন্ধ্যা সাতটা থেকে আটটা নাগাদ হঠাৎ কেজন এসে তাকে বলে যে তার অটো নিয়ে দুটি ছেলে চলে যাচ্ছে৷ এই খবর শুনতে পেয়েছে অটো রাখার স্থানে এসে দেখে অটো গাড়িটি নেই৷ নিজের অটোকে না পেয়ে মালিক আমিন আলি কৈলাসহর থানায় অভিযোগ করার পাশাপাশি নিজ উদ্যোগে ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী খুঁজে শুরু করে৷ দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ১১টা নাগাদ সন্ধান পায় যে অটো গাড়িটিকে চুরির এলাকা থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় দেখতে পাওয়া গেছে৷
খবর পেয়ে আমিন আলি ও কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোটি উদ্ধার করার পাশাপাশি দুই নাবালককেউ অটক করে৷ বর্তমানে দুই নাবালক কৈলাসহর থানার হেপাজতে রয়েছে৷