রাজ্যে অত্যাধুনিক হাসপাতাল গড়তে আগ্রহী লন্ডনের সংস্থার কর্মকর্তাদের বৈঠক মুখ্যমন্ত্রীর সাথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে ‘সেল্ফ সাসটেইনেবলইউনিভার্ হসপিটাল অ্যান্ড ইন্টিগ্রেটেড হেলথকেয়ার’ নামে অত্যাধুনিক হাসপাতাল গড়তে আগ্রহ প্রকাশ করেছে লন্ডনের এইচপি ক্যাপিটাল সংস্থা৷ বুধবার নয়াদিল্লিতে সংস্থার এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাৎ করে তাদের এই ইচ্ছার কথা প্রকাশ করেছে৷ সনাতন ধর্মের আদর্শে ঋষি চড়কের নির্দেশিত পথে আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবাও দিতে চায় তারা৷


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত যোজনার আওতায় এইচপি ক্যানপিটেল সারা দেশে ৩৫টি হাসপাতাল গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে৷ তার মধ্যে ত্রিপুরায় একটি হাসপাতাল স্থাপনে মুখ্যমন্ত্রীর কাছে বিস্তারিত প্রস্তাব রেখেছেন সংস্থার প্রতিনিধিরা৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেকটি সেল্ফ সাসটিনেবলইউনিভার্ হসপিটাল অ্যান্ড ইন্টিগ্রেটেড হেলথকেয়ারের অধীনে ১০০টি করে পলিক্লিনিকও থাকবে৷ সম্পূর্ণ কার্বন দূষণমুক্ত পরিবেশে তাদের এই হাসপাতালে ১২ হাজার যুবক-যুবতী কর্মসংস্থানের সুযোগ পাবেম বলেও তাঁরা ইঙ্গিত দিয়েছেন৷ সারা দেশে তাদের ৩৫টি হাসপাতালে এক লক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে বলে জানান এই সংস্থার কর্মকর্তারা৷


আয়ুষ্মান ভারত যোজনার অধীনে কোনও রোগীর চিকিৎসার ক্ষেত্রে ৫ লক্ষ টাকার যে সীমারেখা রয়েছে তা ছাড়িয়ে গেলেও রোগীর চিকিৎসা চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তাঁরা৷ শুধু তা-ই নয়, ২০ শতাংশ রোগীকে বিনামূল্যে চিকিৎসার আশ্বাস দিয়েছে সংস্থা৷ অত্যাোধুনিক এই হাসপাতালে থাকবে এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধাও৷ এআই প্রযুক্তিতে গ্রামীণ এলাকায়ও স্বাস্থ্য পরিষেবার সুবিধা দিতে চায় লন্ডনের সংস্থাটি৷


এদিনের সাক্ষাতালে মুখ্যমন্ত্রী প্রতিনিধিদলকে জানান, বর্তমান ত্রিপুরা সরকার রাজ্যবাসীর স্বাস্থ্য পরিষেবাকে উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ৷ ত্রিপুরাকে মেডিক্যাল ট্যুরিজম হাব হিসেবে গড়ে তুলে যুবাদের কর্মসংস্থান ও উপার্জনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে৷ রাজ্যে অত্যাধুনিক হাসপাতাল গড়ার পরিকল্পনা উত্থাপন করায় এইচপি ক্যাপিটাল সংস্থাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *