কসবা কালীবাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার মহিলা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ ফেব্রুয়ারি ৷৷ কমলাসাগর মন্দির এলাকায় বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ এক গৃহবধূর অজ্ঞান অবস্থায় দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গেছে, ১৮ বছরের এই গৃহবধূর বাড়ি শহরের ইন্দ্রনগরে৷ তবে এই মহিলা সকালে ইন্দ্রনগর থেকে কসবা কালীবাড়ি এলাকায় কিভাবে আসল তাও বলতে চাইছে না প্রথমদিকে৷


মধুপুর হাসপাতালের এক চিকিৎসক নির্বান দাস জানিয়েছেন মধুপুর থানার পুলিশ এই তরুণী গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ প্রাথমিক চিকিৎসার পর এই গৃহবধূর কোন কিছুই পায়নি৷ গৃহবধূর জ্ঞান ফেরার পর প্রথম দিকে কিছুই বলতে চাইনি সে৷ মধুপুর থানার তরফে খবর দেওয়া হয় গৃহবধূর শ্বশুরবাড়িতে৷ ছুটে আসেন তার স্বামী ও শাশুড়ি৷


তার স্বামী কথা বলতে গিয়ে জানিয়েছেন সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তার স্ত্রী বাড়িতে নেই৷ এবং তার স্ত্রীর খুঁজে প্রতাপগড়ের শ্বশুরবাড়িতে যায় স্বামী৷ এর কিছুক্ষণ পরই নাকি খবর যায় তার স্ত্রী মধুপুর হাসপাতালে রয়েছে৷ সে কিছুই জানেন না৷ একবছর আগে তাদের বিয়ে হয়েছিল৷ তখন সে নাবালিকা ছিল৷ একটি সূত্র বলছে এই গৃহবধূ নাকি গণধর্ষণের শিকার৷ কিন্তু মধুপুর থানার ওসি জানিয়েছেন এরকম কোন ঘটনা পুলিশকে জানায়নি৷ সে হাসপাতাল থেকে বাড়িতে চলে যায়৷ এখন পুলিশ ঘটনাটি ভালোভাবে তদন্ত করলেই আসল রহস্য বেরিয়ে আসতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *