পূর্ত ঘোটালা মামলায় প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিং চারদিনের পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরায় পূর্ত ঘোটালায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিংকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত৷ তাঁকে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় রাখা হয়েছে৷


বুধবার তাঁকে পশ্চিম জেলা ও দায়রা আদালতের বিচারক এস দত্ত পুরকায়স্থের এজলাসে তোলা হয়েছিল৷ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাঁকে আদালতে নেওয়া হয়৷ সরকারি আইনজীবী জানিয়েছেন, পুলিশ দশ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল৷ আদালত ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে৷


প্রসঙ্গত, আজ সকালের বিমানে ওয়াই পি সিং-কে আগরতলায় আনা হয়েছে৷ তাঁকে সোমবার উত্তর প্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরমে আইআরএস আপার্টমেন্ট থেকে গ্রেফতার করা হয়েছে৷ গতকাল তাঁর ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে আদালত এবং আজ তাঁকে আগরতলায় আনা হয়েছে৷ আজ ওয়াই পি সিঙের জন্য আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল৷ পুলিশের সাথে টিএসআর বাহিনীও মোতায়েন করা হয়৷ আদালত চত্বরে পুলিশের ছয়লাপ দেখে সহজেই অনুমান করা গিয়েছে হাইপ্রোফাইল এই মামলায় কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ প্রশাসন৷ আজ আদালতে ওয়াই পি সিঙের পরিবারও এসেছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *