BRAKING NEWS

উত্তরপূর্ব থেকে ৩৭১ ধারা বিলুপ্ত করা হবে না, দাবি অমিতের

ইটানগর, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : অরুণাচল প্রদেশ সহ উত্তরপূর্ব থেকে ৩৭১ ধারা বিলুপ্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 
রাজ্যের ৩৪তম প্রতিষ্ঠা দিবসে ইটানগরের আইজি পার্কে  এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর থেকে অরুণাচল প্রদেশ সহ উত্তরপূর্ব রাজ্যগুলির উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ উত্তরপূর্ব পিছিয়ে থাকলে দেশ কখনও উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবে না। এই অঞ্চলের শিল্প, সংস্কৃতি এবং পরম্পরাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব প্রশাসনের। রাজ্যে জঙ্গি কার্যকলাপের উপর লাগাম টেনে উন্নয়নের পথেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছে বিজেপি। 


অরুণাচল প্রদেশে উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, ৫০০ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলাকেই যুক্ত করা হবে। 


সভায় উপস্থিত থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খাংডুর প্রশংসা করে অমিত শাহ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য দুর্নীতি মুক্ত হয়ে উন্নয়নের পথে নিয়ে যাবে। 


উল্লেখ করা যেতে পারে ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে অরুণাচল প্রদেশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *