নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : দুগ্ধ শিল্পকে উৎসাহিত করতে ৪,৫৫৮ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় মন্ত্রীসভা । এতে প্রায় ৯৫ লক্ষ কৃষক উপকৃত হবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের প্রস্তাব অনুমোদন করা হয়েছিল। মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে তথ্য দেওয়ার সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকার বলেন, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা উপকৃত হবেন। ।
জাভড়েকর বলেন, এই সিদ্ধান্তে দেশের দুধ বিপ্লবকে নতুন মাত্রা যোগ করবে। এর সাথে তিনি আরও জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে সুদের ভর্তুকি প্রকল্পের সুবিধা ২ শতাংশ থেকে বাড়িয়ে ২.৩৫ শতাংশ করার প্রস্তাবও অনুমোদন হয়েছে। জাভাদেকর বলে ন, সরকার কৃষক সম্প্রদায়ের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। এটি হোয়াইট বিপ্লবকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনায় সহায়তা করবে।