২০০৪ অমৃতসর গণ আত্মহত্যা মামলা : প্রাক্তন ডিআইজি-সহ ৫ জনকে ৮ বছরের কারাদণ্ড

অমৃতসর, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): অমৃতসর গণ আত্মহত্যা মামলায় (২০০৪) ৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হল প্রাক্তন ডিআইজি কুলতার সিং এবং আরও ৪ জনকে| বুধবার সাজা ঘোষণা করেছেন অতিরিক্ত দায়রা আদালতের বিচারপতি সন্দীপ সিং বাজওয়া| প্রাক্তন ডিএসপি হরদেব সিংকে ৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে|

২০০৪ সালে অমৃতসরে গণ আত্মহত্যা করেছিলেন একই পরিবারের ৫ জন সদস্য| সেই মামলায় বুধবার প্রাক্তন ডিআইডি-সহ ৫ জনকে ৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে| প্রাক্তন ডিআইজি কুলতার সিংকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রাক্তন ডিএসপি হরদেব সিংকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে| ২০০৪ সালের ৩১ অক্টোবর আত্মঘাতী হয়েছিলেন হরদীপ সিং, তাঁর স্ত্রী, মা এবং দম্পতির দুই সন্তান| তাঁরা যখন আত্মঘাতী হয়েছিলেন সেই সময় এসএসপি ছিলেন কুলতার সিং| সুইসাইড নোটে ওই পরিবার দাবি করেছিল, পুলিশের চাপেই তাঁরা আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *