নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : সেনাবাহিনীতে মহিলাদের স্থায়ীভাবে নিয়োগের ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা সোমবার দলীয় সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতের মহিলারা শৌর্য, ক্ষমতা এবং রাষ্ট্র সেবায় নতুন দিগন্ত তৈরি করার ক্ষেত্রে ছোট করে দেখানো সম্পূর্ণ অসাংবিধানিক এবং ঐতিহ্যের অপমানজনক। আদালতের এই সিদ্ধান্তে মোদী সরকারের মহিলা বিরোধী মুখ সামনে চলে এসেছে এবং মহিলাদের প্রতি বিজেপির পক্ষপাতিত্বও সবার সামনে এসে দাঁড়িয়েছে।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট মোদী সরকারের সমস্ত অপকর্ম এবং বিদ্রূপাত্মক যুক্তিগুলিকে অস্বীকার করার সময় বলেছিল, “এটি মহিলাদের সঙ্গে সেনাবাহিনীর অবমাননা।” সুরজেওয়ালা আরও বলেন, সুপ্রিম কোর্ট কেবল ঐতিহাসিক রায় দেয়নি, এর মধ্য দিয়ে মোদী সরকারের চিন্তা-ভাবনা ও মানসিকতার পরিবর্তন করার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছে।
তিনি বলেন, মোদী সরকার ২০১৯ সালে প্রতিরক্ষা মন্ত্রকের মাধ্যমে একটি নতুন নীতি তৈরি করে, যার অধীনে মহিলারা কেবল কর্মী পদে স্থায়ী কমিশন পেতে পারেন। যদিও সুপ্রিম কোর্ট কেন্দ্রের এই বৈষম্যমূলক নীতি প্রত্যাখ্যান করে বলেছে, ‘১৪ বছরেরও বেশি সময় ধরে মহিলাদের চাকরির জন্য স্থায়ী কমিশন অস্বীকার করা ন্যায়বিচারের পরিহাস। মহিলা আধিকারিকদের জন্য সমানভাবে নিযুক্তি প্রয়োগ করা উচিত।’

