ভান্ডারিমায় দূর্ঘটনায় নিহত ৩ মিজো

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ১৭ ফেব্রুয়ারী৷৷ সোমবার বিকালে মিজোরাম থেকে আসা কমান্ডার জীপ কাঞ্চনপুরের আনন্দবাজার থানার অধীন ভান্ডারিমায় দূর্ঘটনায় পড়ে৷ তাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন৷


জানা গিয়েছে, তুপইবাড়ি থেকে গাছিরাম পাড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় টিআর০২-সি-০৪০৫ নম্বরের কমান্ডার জীব৷ কনপুই থেকে ভান্ডারিয়া হয়ে আসার পথে বাঁক নিতে গিয়ে জীপটি ২০০ ফুট নিচে পড়ে যায়৷ গাড়িটি ব্রেক ফেল হয়ে যায়৷ নিহত তিনজন হল ব্যক্তি জাপানন রিয়াং (৭০), পাসা রাই রিয়াং এবং বৃদ্ধ মহিলা পরেমা রিয়াং (৬০)৷ আহত হয় ৭ জন৷ এদের মধ্যে গুরুতর আহত বাংলালবতী রিয়াং (২২ ) পাঁচ মাসের গর্ভবতী৷ বর্তমান হাসপাতলে চিকিৎসাধীন৷ আরো জানা যায় ওই কমান্ডার জীপে চালক ও সহচালক ছিলেন৷ গাড়িটি দূর্ঘটনায় পতিত হওয়ার পর চালক ও সহচালক পালিয়ে যায়৷