রাজ্য সরকারের উপর আস্থা রাখবে ভিক্টিমাইজড টিচার্স এসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ রবিবার অল ত্রিপুরা ১০৩২৩ ভিক্টিমাইজড টিচার্স এসোসিয়েশনের উদ্যোগে রাজ্যব্যাপী জেলা ও মহকুমা স্তরের কার্যকর্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়৷

গোটা রাজ্য জুড়ে উদ্ভূত পরিস্থিতিতে চাকুরীর স্থায়ী সমাধানের ইস্যুতে বিগত দিনেও সরকারের কাছে দাবি রাখা হয়েছিল৷ সরকার তাদের স্থায়ী সমাধানের ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক৷ সেটা সময়ের অপেক্ষা মাত্র৷ কিন্তু কিছু শিক্ষক শিক্ষিকা তারা অন্য কথা বলছে৷ কেন শিক্ষক পদে থাকতে পারবে না এই নিয়ে অমূলক প্রশ্ণ তুলছে৷ স্থায়ী সমাধানের উদ্যোগের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে৷

সময় কম তাই দ্রুত সরকার ব্যবস্থা নেবে বলে আশা ব্যক্ত করেন অল ত্রিপুরা ১০৩২৩ ভিক্টিমাইজড টিচার্স এসোসিয়েশনের সভাপতি প্রদিপ বণিক৷ যুক্তি দিয়ে বিচার করে রাজনৈতিক ষড়যন্ত্রে সামিল না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি৷ সরকারী বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবে কার্যকর্তারা বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *