যুব সমাজকে সঠিক দিশায় নিয়ে যেতে গুণগত শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ যুব সমাজকে সঠিক দিশায় নিয়ে যেতে গুণগত শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে সরকার৷ কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড৷ গুণগত শিক্ষায় রাজ্যের ছেলেমেয়েরা শিক্ষিত হলে তাদের যেমন লাভ হবে তেমনি ত্রিপুরার সুুন্দর ভবিষ্যৎ গড়তেও সহায়ক হবে৷ কা’নবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আজ শ্রীশ্রী অনুকূল চন্দ্রের ১৩২তম জন্মবর্ষ উৎসব উপলক্ষে আয়োজিত ঊনকোটি জেলাভিত্তিক ধর্মসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও ধর্মসভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস, বিধায়ক ভগবান চন্দ্র দাস, বিধায়ক সুুধাংশু দাস, উৎসব কমিটির কর্মকর্তা দেবতোষ বিশ্বাস ও গোপাল দেবনাথ৷

স্বাগত ভাষণ দেন নিশীথ কুমার ভ-াচার্য৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরায় নতুন সরকার আসার পর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ সরকারের প্রচেষ্টায় খুব কম সময়ের মধ্যে আগরতলা থেকে দেওঘর পর্যন্ত এ’প্রেস ট্রেন চালু হয়েছে৷ ফলে রাজ্য থেকে সরাসরি দেওঘরের সৎসঙ্গ আশ্রমে ভক্তদের যাতায়াতের সুুবিধা হয়েছে৷ এই এ’প্রেস ট্রেনটি চালু হওয়ায় তিনি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান৷ মুখ্যমন্ত্রী বলেন, সপ্তাহে অন্তত দু’বার দেওঘর এ’প্রেস চালু করতে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে৷ রাজ্য থেকে ভক্তদের দেওঘরের সৎসঙ্গ আশ্রমে যাতায়াতের আরও সুুবিধার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে এই অনুরোধ করা হয়েছে৷ বিষয়টি এখন পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, নতুন সরকার টি আর টি সি-র কিছু দূরপাল্লার বাস সার্ভিসও চালু করেছে৷ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই পদক্ষেপগুলির ফলে রাজ্যের সাধারণ মানুষ লাভবান হবেন৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, যুব সমাজকে সঠিক দিশায় নিয়ে যেতে সরকার কাজ করছে৷ এজন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছ গুণগত শিক্ষার উপর৷ ছেলেমেয়েদের সুুরক্ষিত ভবিষ্যৎ জীবন গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় ২১টি নতুন পরিবর্তন এনেছে৷ যাতে রাজ্যের ছেলেমেয়েরা জাতীয়স্তরের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় নিজেদের যোগ্য করে তুলতে পারে৷ চালু করা হয়েছে এন সি ই আর টি সিলেবাস, পরিবর্তন আনা হয়েছে শিক্ষাবর্ষেরও৷ রাজ্যের সমস্ত সরকারি সুকলে এক ধরনের প্রশপত্রে পরীক্ষার ব্যবস্থা, অভিভাবক-শিক্ষকদের সভা, গ্রীমকালীন ছুটিতে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ ইত্যাদি তার মধ্যে অন্যতম বলে মুখ্যমন্ত্রী শ্রীদেব জানান৷ তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় সর্বশেষ সংস্কার করা হলো মিশন ৩০-৩০ নামে একটি নতুন প্রকল্প রাজ্যে চালু করা হয়েছে৷

এর উদ্দেশ্য দুর্বল ছাত্রছাত্রী যারা ষান্মাসিক পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে তাদের ক্লাসে বিশেষ কোচিং দিয়ে বার্ষিক পরীক্ষায় ভালো ফল করতে সহায়তা করা৷ এছাড়া ইউ পি এস সি-র মতো প্রবেশিকা পরীক্ষায় রাজ্যের মেধাবী ছেলেমেয়েরা যাতে ভালো রেজাল্ট করতে পারে সেজন্য সরকার পয়সা বহির্রাজ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে৷ এই ব্যবস্থাগুলি রাজ্যে এক সুুন্দর ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অভিমত ব্যক্ত করেন৷ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অতিথিগণ উৎসব উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক স্টল এবং প্রদর্শনী স্টল ঘুরে দেখেন৷ ধর্মসভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সম্মানার্থে মণিপুরীদের ঐতিহ্যবাহী রাস নৃত্য পরিবেশিত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *