একজন রক্তদাতাই একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারেন : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ রক্তদান একটি মহৎ দান৷ রক্ত তৈরি করা যায় না৷ একমাত্র একজন রক্তদাতাই একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারেন৷ আজ মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে অল ত্রিপুরা এস সি অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি এবং স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷

শিক্ষামন্ত্রী এস সি অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের সমাজকল্যাণমূলক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান৷ তিনি বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ বাস্তবায়িত হবে৷ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জি বি ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ডা. দেবজ্যোতি চৌধুরী ও এস সি অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক তপন দাস৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন মতিলাল দাস, মোহনপুর প’ায়েত সমিতির চেয়ারম্যান রীণা দেববর্মা, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জয়লাল দাস৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণখলা গ্রামপ’ায়েতের উপপ্রধান অজয় দেবনাথ৷

স্বাগত বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নির্মল ভদ্র৷ রক্তদান শিবিরে ৩২ জন রক্তদান করেন৷ স্বাস্থ্য শিবিরে ৪৯৬ জন রোগীর চিকিৎসা করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *