লাভস্টোরি বাজারে বিজেপির সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচন যত এগিয়ে আসছে ততই শাসক দল ঘর ঘোচানোর কাজ শুরু করেছে৷ রবিবার মাতাবাড়ি মণ্ডলের লাভ স্টোরি বাজারে এক সভা সংগঠিত হয়৷

সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, জনজাতি মোর্চার সচিব বিদ্যুৎ দেববর্মা, মাতাবাড়ি এসটি মোর্চার সভাপতি চন্দ্রজয় রিয়াং এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরা৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিপ্লব কুমার ঘোষ আসন্ন জেলা পরিষদ নির্বাচন দলীয় প্রার্থী বাছাই এবং সাংগঠনিক কাজকর্ম চাঙ্গা করার উপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, জেলা পরিষদ এলাকার উন্নয়নে বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে৷

বর্তমানে জেলা পরিষদে যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের ক্ষমতাচ্যুত করে দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে হবে৷ কেন্দ্র, রাজ্য এবং এডিসিতে একই শাসন ব্যবস্থা চালু থাকলে উন্নয়নের গতি তরান্বিত হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *