দিল্লি পুলিশের প্রতিষ্ঠা দিবসে সর্দার বল্লভভাই প্যাটেলকে স্মরণ অমিত শাহের

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : নিন্দা করার আগে পুলিশের কজের পদ্ধতিকে বোঝা উচিত বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি পুলিশের ৭৩তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা জানিয়েছেন।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি পুলিশের অতীত গড়িমাকে তুলে ধরে বলেন, ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের হাত ধরেই দিল্লি পুলিশের পথ চলা শুরু। দেশের পুলিশি ব্যবস্থাকে অনুপ্রাণিত করেছে দিল্লি পুলিশ। যা অতন্ত গর্বের বিষয়। দিল্লির জাতীয় পুলিশ স্মারকের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশের নিরাপত্তার জন্য ৩৫ হাজার পুলিশকর্মী শহিদ হয়েছেন। পুলিশকর্মীদের আত্মবলিদানকে স্বীকৃতি দিতেই প্রধানমন্ত্রী গড়ে তুলেছেন জাতীয় পুলিশ স্মারক(ন্যাশনাল পুলিশ মেমোরিয়াল)। 

অপরাধ দমনে দিল্লি পুলিশের একাধিক পদক্ষেপের যেমন ন্যাশনাল সাইবার ফরেনসিক ল্যাব, ১১২ ডায়ালের প্রশংসা করে তার খতিয়ান তুলে ধরেন তিনি। 

অমিত শাহ আরও বলেন, জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে দেশের শান্তি, শৃঙ্খলা বজায় রাখার কাজ করে চলেছে পুলিশ। পুলিশ শান্তির বন্ধু। কারও শত্রু নয়। প্রয়োজনে সাধারণের পাশে দাঁড়িয়ে তাদের উপকার করে পুলিশ। সেই জন্য পুলিশের সম্মান করাটা একান্ত জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে পুলিশ আমাদের সুরক্ষার জন্য। তাই সর্বদা পুলিশের সমালোচনা করাটা ঠিক নয়। পুলিশের কর্মপদ্ধতিকে বোঝা উচিত। 

এদিন দিল্লি পুলিশের তরফ থেকে প্যারেডের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন পুদুচেরির উপরাজ্যপাল কিরণ বেদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *