নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : করোনার ভাইরাসের বিপদকে গুরুত্ব দিয়ে চিনের উহান শহর থেকে আসা প্রায় ৬০০ যাত্রীকে পরের সপ্তাহে তাদের বাড়িতে পাঠানো হবে। সাত শিশুসহ ৪০৬ জন যাত্রীকে ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (আইটিবিপি) চাওলাস্থিত একটি বিশেষ শিবিরে রাখা হয়েছে এবং বাকি প্রায় দুশো জনকে হরিয়ানার মানেসরে রাখা হয়েছে।
আইটিবিপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, সাত শিশুসহ ৪০৬ জন যাত্রীর অন্তিম নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে। এর আগেও এদের দুবার নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছিল এবং রিপোর্ট নেগেটিভ আসে। চিনের উহান শহর থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে প্রায় ৬০০ যাত্রীকে দেশে ফিরিয়ে আনা হয়।করোনার ভাইরাসের বিপদকে গুরুত্ব দিয়ে এই ছ’শো যাত্রীকে ১৪ দিন এক বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আইটিবিপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, সব যাত্রীকে আসামী সপ্তাহে তাদের বাড়িতে পাঠানো হবে।

