নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : জাপানে নোঙর ফেলা ডায়মন্ড প্রিনসেস ক্রুজ জাহাজে করোনাভাইরাসে আক্রান্ত তিন ভারতীয়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জাহাজে থাকা বাকি ভারতীয়ের মধ্যে নতুন করে এই রোগ সংক্রামিত হয়নি।
জাপানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে ট্যুইট করে বলা হয়েছে যে কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগে আক্রান্ত তিন ভারতীয়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। নতুন করে জাহাজে থাকা অন্য কোনও ভারতীয়ের শরীরে এই রোগ সংক্রামিত হওয়ার খবর নেই। জাপানি সরকার এবং সংশ্লিষ্ট জাহাজ কোম্পানির সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ রেখে চলেছে ভারতীয় দূতাবাস।
উল্লেখ করা যেতে পারে, বিলাসবহুল ওই জাহাজে ২৬৬৬ জন অতিথি রয়েছে। এ ছাড়াও রয়েছে ১০৪৫ জন ক্রু। ৩ ফেব্রুয়ারির থেকে জাপানের উপকূলবর্তী শহর ইয়োকোহামায় বন্দরে রয়েছে জাহাজটি। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে জাহাজটি। প্রসঙ্গত এই জাহাজের মধ্যে ১৩৮ ভারতীয় নাগরিকও রয়েছে। জাহাজে থাকা ২১৮ জনের শরীরে করোনাভাইরাসের পাওয়া গিয়েছে। জাহাজের নাবিক থেকে শুরু করে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। কাউকে জাহাজ থেকে নামতে দেওয়া হয়নি।