কাঞ্চনপুরে অবৈধ বিলেতি মদ উদ্ধার গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ অবৈধ নেশা বিরোধী অভিযান চালিয়ে আজ মারুতি কার বোঝাই অবৈধ বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর পুলিশ৷ এর সঙ্গে আটক করা হয়েছে দুই নেশা কারবারিকে৷


কাঞ্চনপুরের এসডিপিও বিক্রমজিৎ শুক্লাদাস এই খবর দিয়ে জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে শুক্রবার বেলা প্রায় তিনটে নাগাদ থানার পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় লালজুড়ি সড়কে ওত পেঁতে বসেছিলেন তাঁরা৷ এক সময় সন্দেহযুক্ত মারুতি গাড়িতে তালাশি চালিয়ে প্রায় ১০০ বোতল অবেধ বিদেশি মদ বাজেয়াপ্ত করেছেন অভিযানকারীরা৷ এর সঙ্গে দুজনকে আটক করা হয়েছে৷

তারা কাঞ্চনপুর থানাধীন দোপতাছড়ার রত্নভানু চাকমা ও পেঁচারথল থানাধীন বাজাইছড়ার জ্যোতিলাল চাকমা৷ উদ্ধারকৃত মদগুলোর বাজারমূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানান এসডিপিও বিক্রমজিৎ শুক্লাদাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *