নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): পুলওয়ামা হামলার প্রথম বর্ষপূর্তিতে, নক্ক্যারজনক ওই হামলা নিয়ে তিনটি প্রশ্ন উত্থাপণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী| রাহুল গান্ধীর প্রথম প্রশ্ন, পুলওয়ামা হামলায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে কে? দ্বিতীয় প্রশ্ন, পুলওয়ামা হামলার তদন্তের ফলাফল কী? এবং রাহুলের তৃতীয় প্রশ্ন, নিরাপত্তা গাফিলতিতে যে হামলা হয়েছিল, তার জন্য বিজেপি সরকারের কে দায়বদ্ধ বলে বিবেচিত হয়েছে?
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ‘বর্বরোচিত’ পুলওয়ামা হামলার বর্ষপূর্তি| ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপরোয় সিআরপিএফ কনভয়ে হামলা চালিয়েছিল জইশ-ই-মহম্মদ জঙ্গিরা| ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ৪০ জন সিআরপিএফ জওয়ান| পুলওয়ামা হামলার প্রথম বর্ষপূর্তিতে, শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেন রাহুল গান্ধী| টুইটারে তিনটি প্রশ্ন উত্থাপণ করে রাহুল গান্ধী লিখেছেন, ‘পুলওয়ামা হামলায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে কে? দ্বিতীয় প্রশ্ন, পুলওয়ামা হামলার তদন্তের ফলাফল কী? এবং রাহুলের তৃতীয় প্রশ্ন, নিরাপত্তা গাফিলতিতে যে হামলা হয়েছিল, তার জন্য বিজেপি সরকারের কে দায়বদ্ধ বলে বিবেচিত হয়েছে?’
পুলওয়ামা হামলা প্রসঙ্গে মহারাষ্ট্রের মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা নবাব মালিক জানিয়েছেন, ‘পুলওয়ামা হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃতু্য হয়েছিল, অথচ আরডিএক্স কোথা থেকে এসেছিল এবং গাড়ি কীভাবে ওই স্থানে পৌঁছেছিল, তা জানতে এখনও পর্যন্ত কোনও তদন্ত কমিশন গঠন করা হয়নি| গাড়ির চালক জেলে ছিল, সে কীভাবে বাইরে এল? জনগণ সত্য জানতে চায়, তাই তদন্ত হওয়া উচিত|’