আইএসবিটিতে ব্রাউন সুগার সহ তিন যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি ৷৷ রাজধানী আগরতলা শহরের চন্দ্রপুর আইএসবিটি থেকে আসাম রাইফেলস ও পূর্ব থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রচুর নেশা সামগ্রী সহ তিন যুবককে পাকড়াও করতে সক্ষম হয়েছে৷ রাজ্যের আরক্ষা প্রশাসনকে নেশা বিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালন করার নির্দেশ প্রদান করা হলেও কিছু কিছু পুলিশ কর্মকর্তার অবহেলায় নেশা কারবারীরা আবার সক্রিয় হয়ে উঠছে৷


পূর্ব থানাকে ঘুমে রেখে আসাম রাইফেলস-এর জওয়ানদের অভিযানে আগরতলার চন্দ্রপুর আইএসবিটি এলাকায় দুই যুবককে আটক করে৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়৷ পরবর্তীতে তাদের পূর্ব থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ আটক দই যুবকের নাম বিক্রম দাস এবং অজিত দাস৷ তারা দুইজন আপন ভাই৷ এদিকে এলাকাটি পূর্ব থানার অধীনে থাকলেও কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা এ ব্যাপারে অজ্ঞাত থাকার কথাই জানালেন আসাম রাইফেলস-এর জওয়ানরা৷