করোনাভাইরাসে আক্রান্ত ১৭১৬ জন স্বাস্থ্যকর্মী, জানাল চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন

বেজিং, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : ক্রমশই মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে চিন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় চিনে মৃত্যু হয়েছে আরও ১১৬ জনের। সবমিলিয়ে এখনও পর্যন্ত ১,৪৮৩জনের মৃত্যু হয়েছে দেশটিতে | আক্রান্তের সংখ্যা কমপক্ষে ৬৫ হাজার। যার মধ্যে আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা ১৭১৬ জন | শুক্রবার এই তথ্য দিয়েছে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন | যার মধ্যে ছ’জনের মৃত্যু হয়েছে । আর এই পরিসংখ্যান সামনে আসার পরেই ভয়ঙ্কর উদ্বেগের সৃষ্টি হয়েছে চিনের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মহলে।

চিনে করোনাভাইরাসে মৃত এবং আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বা়ডছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে, এখনও নিয়ন্ত্রণে আসেনি ভাইরাসের প্রকোপ। সব মিলিয়ে চিনের সঙ্গে গোটা বিশ্বেই উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে আতঙ্কের বিষয়, সঙ্কট তৈরি হয়েছে চিনের স্বাস্থ্যক্ষেত্রে। যে হুবেই প্রদেশে ভাইরাসের থাবা সবচেয়ে বেশি, সেখানে দিন-রাত এক করে কাজ করছেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। মুখোশ, গ্লাভস, পোশাক ও নিরাপদ চশমার সঙ্কট দেখা দিয়েছে। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, তাঁরা এক বার খাচ্ছেন। কারণ হাসপাতালে বার বার পোশাক, গ্লাভস, মুখোশ খুলে খাওয়া দাওয়ার সময় সংক্রমণ হতে পারে।

এই অবস্থায় সে দেশের চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন শুক্রবার জানিয়েছে, করোনাভাইরাস আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা ১৭১৬। মৃত্যু হয়েছে ছ’জনের। স্বাস্থ্য কমিশনের ডেপুটি ডিরেক্টর জেং ইক্সিন বলেন, ”আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে ১১০২ জনই হুবেই প্রদেশের। মোট আক্রান্তের ৩.৮ শতাংশ স্বাস্থ্যকর্মী। মৃত্যুর হার ০.৪ শতাংশ। তবে তাঁদের সংক্রমণ হাসপাতাল থেকে নাকি সাধারণভাবেই হয়েছে, তা এখনও তদন্ত ও গবেষণার বিষয়।”

হংকং বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজির অধ্যাপক বেঞ্জামিন কাউলিং বলেন, ”আমি মনে করি এটা অত্যন্ত উদ্বেগের। উহানে এক একজন স্বাস্থ্যকর্মীকে অনেক রোগীর দেখভাল করতে হচ্ছে। সেই চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত হলে সেটা খুবই ভয়ঙ্কর।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *