নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানী দিল্লির শাস্ত্রী ভবনের সামনে বিক্ষোভ দেখল সর্বভারতীয় মহিলা কংগ্রেস।
মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেবের নেতৃত্বে বিক্ষোভ দেখান দলের মহিলা কর্মীরা। অবিলম্বে বর্ধিতা দাম প্রত্যাহার করার দাবি তোলেন তারা। সুস্মিতা দেবের দাবি আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের দাম কমে গেলেও এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে বেশি বোঝা চাপানো হয়েছে সাধারণ মানুষের ঘাড়ে।
উল্লেখ করা যেতে পারে বুধবার ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম ১৪৯ টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে। এই বিষয়ে ট্যুইট সরব হয়েছে কংগ্রেসের ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী।