নগাঁও (অসম), ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : অসমে সংস্কৃত টোল বন্ধ করার সরকারি সিদ্ধান্তের পক্ষপাতী নন প্রাক্তন রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাঁই। তাঁর বক্তব্য, সংস্কৃত টোল বন্ধ করলে ভারতীয় সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। অসমে আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে সরকার পরিচালিত সংস্কৃত টোল ও মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে বলে গতকাল বুধবার রাজ্য মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন শিক্ষা, অর্থ, পূর্ত ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। শিক্ষামন্ত্ৰীর ওই ঘোষণার পর অসমের সংশ্লিষ্ট বিভিন্ন মহলে মিশ্ৰ প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে।
সরকারের সিদ্ধান্ত সম্পর্কে বৃহস্পতিবার তাঁর প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করেছেন নগাঁওয়ের বহুবারের সাংসদ, প্রাক্তন রেল প্রতিমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা রাজেন গোহাঁই। আজ দুপুরের দিকে নগাঁও জেলার পুরণিগুদামের নিকটবর্তী ভেরভেরি নরসিংহক্ষেত্ৰে মহামৃত্যুঞ্জয় মন্দিরে চলমান শ্ৰীশ্ৰী মহামৃত্যুঞ্জয় যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হয়ে অৰ্ঘ্য প্ৰদান করেছেন রাজেন গোহাঁই। এখানে সাংবাদিকদের মুখোমুখি হলে বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সংস্কৃত টোল এবং মাদ্ৰাসা বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্ত সম্পর্কে তাঁর মতামত জানতে চাওয়া হয়েছিল।
প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে বিজেপি নেতা রাজেন বলেন, ‘মাদ্ৰাসা ধৰ্মীয় গোড়ামীর শিক্ষা দেয়, মাদ্ৰাসা ধৰ্মের ওপর ভিত্তি করে ওঠা এক প্রতিষ্ঠান। তাই মাদ্ৰাসা বন্ধ করা আর সংস্কৃত টোল বন্ধ করার বিষয় এক নয়। সংস্কৃত টোলে ধর্মীয় গোড়ামীর শিক্ষা দেওয়ার কোনও উদাহরণ নেই। টোলে নীতি শাস্ত্র, ভারতীয় সংস্কৃতির পাঠ দেওয়া হয়। তাই সংস্কৃত টোল বন্ধ করার পক্ষপাতী নই আমি। সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আহ্বান জানাচ্ছি আমি।’
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘সংস্কৃত টোল ব্যবস্থা বহু হাজার বছর ধরে ভারতে প্রচলিত। সংস্কৃত টোল ভারতীয় সংস্কৃতি ও পরম্পরার ধ্বজাবাহক। তাই আমার মতে, সংস্কৃত টোল বন্ধ করা মোটেও উচিত নয়। সংস্কৃত টোল বন্ধ করলে আমাদের সংস্কৃতি ধ্বংস করা হবে। সংস্কৃতি বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।’ এছাড়া সংস্কৃত হল ভারতীয় ভাষার মূল ভিত্তি, বলেন প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী রাজেন গোহাঁই।