নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙর ফেলা ডাইমন্ড প্রিনসেস জাহাজের মধ্যে থাকা দুইজন ভারতীয় নাগরিকের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
এদিন আশ্বস্ত করে এস জয়শঙ্কর জানিয়েছেন ক্রুজ শ্রেণী ডাইমন্ড প্রিনসেস জাহাজে ক্রু হিসেবে কর্মরত ওই দুই ভারতীয় নাগরিকের চিকিৎসা চলছে। বর্তমানে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। জাহাজের অন্যান্য ভারতীয় যাত্রী সঙ্গে সব সময় যোগা্যোগ রেখে চলেছে টোকিওতে অবস্থিত ভারতীয় দূতাবাস। জাপান সরকারের তরফ থেকে জাহাজে থাকা সকল যাত্রীদের সাহা্য্য করা হচ্ছে।
উল্লেখ করা যেতে পারে বিলাসবহুল ওই জাহাজে ২৬৬৬ জন অতিথি রয়েছে। এ ছাড়াও রয়েছে ১০৪৫ জন ক্রু। ৩ ফেব্রুয়ারির থেকে জাপানের উপকূলবর্তী শহর ইয়োকোহামায় বন্দরে রয়েছে জাহাজটি। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে জাহাজটি। প্রসঙ্গত এই জাহাজের মধ্যে ১৩৮ ভারতীয় নাগরিকও রয়েছে।