BRAKING NEWS

সম্মানীয় অতিথিদের স্মরণীয় অভ্যর্থনা জানাবে ভারত, ট্রাম্পের সফর নিয়ে টুইট মোদীর

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): আসন্ন ভারত সফর নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| ভারতে আসার জন্য যথেষ্ট মুখিয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট| সম্মানীয় অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্য ভারতও প্রস্তুত রয়েছে| ট্রাম্পের আসন্ন ভারত সফর নিয়ে বুধবার টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন, এজন্য অত্যন্ত আনন্দিত| আমাদের সম্মানীয় অতিথিদের স্মরণীয় অভ্যর্থনা জানাবে ভারত|’

প্রধানমন্ত্রী টুইটারে আরও লিখেছেন, ‘এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ| ভারত-আমেরিকার বন্ধুত্বকে আরও মজুবত করতে এই সফর…গণতন্ত্র এবং বহুত্ববাদের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারত ও আমেরিকা|’ উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসছেন ২৪ ফেব্রুয়ারি| দু’দিনের এই সফরে নয়াদিল্লি ছাড়াও আহমেদাবাদে ‘কেমছো ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি| সূত্রের খবর, এই সফরেই আমেরিকার কাছ থেকে ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চলেছে ভারত| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *