নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর| শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী আবেদন জানিয়েছেন, যদি গুজরাট থেকে তাঁর রাজ্যসভা নির্বাচনকে চ্যালেঞ্জ জানানো সংক্রান্ত কোনও আবেদন জমা পড়ে, তাহলে আদালত কোনও রায় দেওয়ার আগে তাঁর বক্তব্যকেও যেন শোনে|
আইনি পরিভাষায় ‘ক্যাভিয়েট’ দাখিলের অর্থ হল, কোনও বিষয়ে মামলা দায়ের হলে একতরফা যাতে কোনও স্থগিতাদেশ জারি না হয় তার আবেদন করে রাখা|ইতিমধ্যেই গুজরাট হাইকোর্ট জয়শঙ্কর এবং জুগল ঠাকোরের নির্বাচনকে চ্যালেঞ্জ জানানো সংক্রান্ত আবেদন খারিজ করে দিয়েছে| আসলে, কংগ্রেসের আপত্তি ২০১৯ সালের জুলাই মাসে দু’টি আসনে পৃথক নির্বাচন করায় কমিশনের সিদ্ধান্ত সম্পর্কে| পৃথক-পৃথক নির্বাচনের কারণে দু’টি আসনেই জয়ী হয়েছে বিজেপি| উভয় আসনে একসঙ্গে নির্বাচন হলে কংগ্রেস একটি আসন পেতে পারত|