নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : শ্রীনগরের ডাল লেকের শিকারায় চড়ে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করলেন কাশ্মীরে আসা বিদেশি কূটনৈতিকদের দল। পরে হোটেলে পৌঁছিয়ে স্থানীয় সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তাঁরা।
দুই দিনের সফরে বিদেশি কূটনৈতিকদের দ্বিতীয় পর্যায়ের দল এদিন সকালে এসে পৌঁছলে জম্মু ও কাশ্মীরে। প্রায় ২৫ জন কূটনৈতিকদের এই দলে রয়েছে জার্মানি, কানাডা, ফ্রান্স, আফগানিস্তান সহ একাধিক দেশের প্রতিনিধিরা। ৩৭০ ধারা বিলুপ্তির পর ছয় মাস অতিবাহিত হয়ে গিয়েছে। বর্তমানে কাশ্মীরের পরিস্থিতি কেমন পর্যায় রয়েছে, তা দেখতেই বিদেশী কূটনৈতিকদের এই দ্বিতীয় ব্যাচ।
এদিন শ্রীনগরে পৌঁছনোর আগে উত্তর কাশ্মীরে ফল ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন কূটনৈতিক দলের সদস্যরা। পরে শ্রীনগরে এসে স্থানীয় রাজনীতিবিদ, নাগরিক সমাজ এবং সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন তারা।
বৃহস্পতিবার জম্মুকে গিয়ে সেখানে উপ-রাজ্যপাল জি সি মুর্মুর সঙ্গে বৈঠক করবে বিদেশী কূটনৈতিক প্রতিনিধিবৃন্দ। উল্লেখ করা যেতে পারে এই কূটনৈতিক দলে রয়েছে কানাডা, অস্ট্রিয়া, উজবেকিস্তান, উগান্ডা, স্লোভাক প্রজাতন্ত্র, নেদারল্যান্ড, নামিবিয়া, বুলগেরিয়া, জার্মানি, তাজাকিস্তান, ফ্রান্স, মেক্সিকো, ডেনমার্ক, ইতালি, আফগানিস্তান, নিউজিল্যান্ড, পোল্যান্ড, রোয়ান্ডা। এই প্রতিনিধি দলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রয়েছে। গত মাসে ১৫ সদস্যের একদল প্রতিনিধি কাশ্মীরে এসেছিল।