নয়াদিল্লি, ১১ ফ্রেবুয়ারি (হি.স.): চার মাসে ২৬ কেজি ওজন কমিয়েছেন ভারতের সেরা মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেই একথা জানিয়েছেন ভারতের টেনিস সুন্দরী |
২০১৮ সালে জন্ম হয়েছিল পুত্র সন্তানের জন্মের পর দীর্ঘ সময় টেনিস কোর্টের বাইরে ছিলেন সানিয়া মির্জা। প্রায় দু’বছর পর ফের টেনিস সুন্দরীর আগমন হয়েছে কোর্টে। টেনিস খেলার জন্য ফের নিজেকে সেই আগের মতই ছিপছিপেক করে গড়ে তুলেছেন সানিয়া। নিজের আগের ও এখনকার চেহারার পরিবর্তন ইনস্টাগ্রামে পোস্ট করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন হায়দরাবাদ সুন্দরী।
ছবি দিয়ে লিখেছেন, ‘৮৯ কিলো বনাম ৬৩। আমাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকে। দীর্ঘমেয়াদী লক্ষ্য ছাড়াও প্রতিদিনের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলি আমরা। প্রতিটি লক্ষ্যপূরণ করতে পারার জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। আমার লক্ষ্যপূরণ করতে চার মাস লেগেছে। সন্তানের জন্ম দেওয়ার পর আমি আবার ফিট হয়ে উঠেছি। মনে হচ্ছে, সর্বোচ্চ স্তরে খেলার জন্য যে ফিটনেস দরকার, সেটা আমি ফিরে পেয়েছি। তবে তার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। লোকে যা-ই বলুক না কেন, প্রত্যেকেরই স্বপ্নপূরণের চেষ্টা করা উচিত। আমি যদি করতে পারি, তাহলে সবাই পারবে।’
সানিয়া সম্প্রতি টেনিস কোর্টে ফিরেছেন। আর ফিরেই নতুন প্রতিভাদের হারিয়ে জিতেছেন হোবার্টে ডাবলস খেতাব। যা তাঁর জীবনের ৪২ তম খেতাব।