নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : বিধানসভা ভেঙে দিলেন দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজাল।
মঙ্গলবার প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দিল্লির ষষ্ঠ বিধানসভা ভেঙে দিলেন উপরাজ্যপাল অনিল বৈজাল। সপ্তম বিধানসভা গঠনের জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে।
পাশাপাশি দিল্লি বিধানসভা নির্বাচনে জেতার জন্য আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানান উপরাজ্যপাল।
উল্লেখ করা যেতে পারে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৪টি আসনে ইতিমধ্যেই জিতে গিয়েছে আপ। এগিয়ে রয়েছে ৮টিতে। বিজেপি জিতেছে ৬টিতে। এগিয়ে ২টিতে।