নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : ভোটের ২৫ ঘন্টা পর প্রকাশিত হলে দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটের অন্তিম পরিসংখ্যান | শনিবার দিল্লিতে ভোট পড়েছে ৬২.৫৯ শতাংশ হারে | সর্বাধিক ভোট পড়েছে বাল্লিমারণ বিধানসভা কেন্দ্রে সেখানে ভোটের হার ৭১.৬ শতাংশ| সবচেয়ে কম ভোট পড়েছে দিল্লি ক্যান্টনমেন্ট কেন্দ্রে | সেখানে ভোটের হার ৪৫.৪ শতাংশ|
শনিবার দিনভোর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হল। শনিবারই ভোটপর্ব শেষ হতে মুখ্য নির্বাচন আধিকারিক রণবীর সিং সাংবাদিকদের জানান, দিনের শেষে সেখানে ৫৭.০৬ % ভোট পড়েছে। তবে ভোটের হার আরও বাড়বে| অবশেষে ভোটের ২৫ ঘন্টা পর প্রকাশিত হলে দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটের অন্তিম পরিসংখ্যান | শনিবার দিল্লিতে ভোট পড়েছে ৬২.৫৯ শতাংশ হারে | সর্বাধিক ভোট পড়েছে বাল্লিমারণ বিধানসভা কেন্দ্রে সেখানে ভোটের হার ৭১.৬ শতাংশ| সবচেয়ে কম ভোট পড়েছে দিল্লি ক্যান্টনমেন্ট কেন্দ্রে | সেখানে ভোটের হার ৪৫.৪ শতাংশ|
এর আগে আজ ভোটের অন্তিম ফল জানতে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তোপ দাগেন একাধিক আপ নেতা | রবিবার নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল | তিনি লিখেছেন, “আমি স্তম্ভিত। নির্বাচন কমিশন করছেটা কী? এখনও ভোট শতাংশ জানাতে পারল না!”
তবে কেজরিওয়ালের অভিযোগের পরে নির্বাচন কমিশন প্রতিক্রিয়া জানিয়েছে যে, তথ্য প্রকাশের কাজ এখন চলছে, এর সমাপ্তির পরে রবিবার সন্ধ্যা নাগাদ বিধানসভা নির্বাচনের পুরো ভোটের শতাংশের তথ্য প্রকাশ করা হবে।এর পর প্রকাশিত হল ভোটের অন্তিম হার |
উল্লেখ্য, গতকাল সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছিল। ৭০ আসনবিশিষ্ট দিল্লি বিধানসভার মোট ১ কোটি ৪৭ লক্ষ ৮৬ হাজার ৩৮২ জন ভোটদাতা এদিন প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। যদিও শাসক দল আপের ক্ষমতা ধরে রাখার ইঙ্গিত দিয়েছে প্রায় সমস্ত সমীক্ষা। বিজেপির পাল্টা দাবি, ক্ষমতা দখল করবে তাদেরই দল। তবে ভোটের ফল জানতে অপেক্ষা করতে হবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত | ওই দিনই ঘোষণা হবে ভোটের ফলাফল |