নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি| কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী থেকে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী| দিল্লিতে ভোট-উত্সবে সামিল হলেন তারকা-ভোটাররা| দিল্লি বিধানসভা নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতি, মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী প্রমুখ| শনিবার সকাল আটটা থেকে দিল্লিতে শুরু হয় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ| ভোটদান পর্ব শুরু হওয়ার প্রথম চার ঘন্টার মধ্যেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ| রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ ভোট দিয়েছেন ড: রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ের পোলিং বুথে| প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর স্ত্রী গুরশরণ সিং ভোট দিয়েছেন নিউ দিল্লি বিধানসভা আসনের অন্তর্গত নির্মাণ ভবনের পোলিং বুথে| মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা ভোট দিয়েছেন নিউদিল্লি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নির্মাণ ভবনে| কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীও নির্মাণ ভবনের পোলিং বুথে ভোট দিয়েছেন| সকাল সকাল ভোট দিয়েছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও| ঔরঙ্গজেব লেনের পোলিং বুথে ভোট দিয়েছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী এবং তাঁর মেয়ে প্রতিভা আডবাণী| নিউ মোতি বাগের ৯৯ নম্বর পোলিং বুথে সস্ত্রীক ভোট দিয়েছেন দিল্লির নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র|
এদিন সকালেই ভোট দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও তাঁর মা, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল এবং তাঁর স্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতি, বিজেপি সাংসদ পরবেশ বর্মা, বিজেপি নেতা রাম মাধব প্রমুখ| মা’কে সঙ্গে নয়ে কৃষ্ণা নগরের রতন দেবী পাবলিক স্কুলে ভোট দয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন| এই আসনে বিজেপি প্রার্থী হলেন অনিল গোয়েল, আপ প্রার্থী হলেন এস কে বাগ্গা এবং কংগ্রেস প্রার্থী সৌরভ ভরদ্বাজ| কেন্দ্রীয় বদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভোট দিয়েছেন তুঘলক ক্রিসেন্টের এনডিএমসি স্কুল অফ সায়েন্স অ্যান্ড হিউমানটিজ এডুকেশনে| ভোট দেওয়ার পর বিদেশমন্ত্রী জানিয়েছেন, ‘ভোট দেওয়া প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য|’ এনডিএমসি স্কুল অফ সায়েন্স অ্যান্ড হিউমানটিজ এডুকেশনের বুথেই ভোট দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতি| দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল এবং তাঁর স্ত্রী ভোট দিয়েছেন গ্রেটার কৈলাশের একট বুথে| মাতিয়ালা বিধানসভা আসনের অন্তর্গত একটি বুথে ভোট দিয়েছেন বিজেপি সাংসদ পরবেশ বর্মা| ওখলার শাহনবাগেও সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে|
দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো (নয়াদিল্লি বিধানসভা আসনের আপ প্রার্থী) অরবিন্দ কেজরিওয়াল ভোট দিয়েছেন সিভিল লাইন্সের একটি পোলিং বুথে| কেজরিওয়ালের সঙ্গেই তাঁর স্ত্রী, ছেলে এবং মেয়ে ভোট দিয়েছেন| নয়াদিল্লি বিধানসভা আসনে কেজরিওয়ালের প্রতিদ্বন্দ্বি হলেন বিজেপির সুনীল যাদব এবং কংগ্রেসের রমেশ সভরওয়াল| দিল্লির মুখ্যমন্ত্রী তথা প্রতাপগঞ্জ বিধানসভা আসনের আপ প্রার্থী মণীশ সিসোদিয়া এবং তাঁর স্ত্রী সীমা সিসোদিয়া ভোট দিয়েছেন পাণ্ডব নগরের এমসিডি স্কুলের পোলিং বুথে| এছাড়াও নয়াদিল্লি বিধানসভা আসনের অন্তর্গত নির্মাণ ভবনের পোলিং বুথে ভোট দিয়েছেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি এবং প্রবীণ আরএসএস নেতা রাম লাল| চাঁদনি চক বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী অলকা লম্বা ভোট দিয়েছেন টেগোর গার্ডেন এক্সটিনশনের ১৬১ নম্বর পোলিং বুথে| অলকা লম্বার বিরুদ্ধে চাঁদনি চক আসনের প্রতিদ্বন্দ্বিরা হলেন আপ-এর প্রহ্লাদ সিং সাহনি এবং বিজেপির সুমন গুপ্তা| সকাল সকাল ভোট দিয়েছেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি|