৫.০ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপে উঠেছে অসম, মেঘালয় ও সংলগ্ন এলাকা, ক্ষয়ক্ষতির খবর নেই

গুয়াহাটি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : ইংরেজি নতুন বছরের প্রথম, শনিবার সন্ধ্যারাত ৬:১৭ মিনিটে মধ্যমস্তরের ভূমিকম্পে কেঁপে উঠেছে অসমের রাজধানী গুয়াহাটি-সহ প্রতিবেশী মেঘালয় এবং পার্শ্ববর্তী অন্য রাজ্যের বিভিন্ন এলাকা। ঝটকা লেগেছে মধ্য, নিম্ন অসম এবং পার্শ্ববর্তী উত্তরবঙ্গেও।

আজকের ভূমিকম্পের তীব্ৰতা রিখটার স্কেলে ৫.০ ধরা পড়েছে। প্ৰায় ১০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে গুয়াহাটি এবং রাজ্যের অন্যান্য জেলা-সহ মেঘালয়ের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে। কোনও জায়গা থেকে অবশ্য কোনও ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী গুয়াহাটি থেকে ৮৬ কিলেমিটার পশ্চিমে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গেছে, ভূমিকম্পের অভিকেন্দ্ৰ ছিল ২৬.৩ অক্ষাংশ এবং ৯০.৭ দ্ৰাঘিমাংশে ভূগর্ভের প্ৰায় ১০ কিলোমিটার গভীরে। অভিকেন্দ্ৰের অবস্থান মেঘালয়ের তুরা থেকে প্ৰায় ১০০ কিলোমিটার উত্তরপূর্বে।

প্ৰসঙ্গত, এর আগে গত বছরের ১৩ এবং ২১ নভেম্বর যথাক্রমে ৪.৭ এবং ৪.৩ তীব্রতার ভূকম্পে কেঁপেছিল অসম-সহ মেঘালয় ও নাগাল্যান্ডের বিভিন্ন এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *