জাতীয় লোক আদালত ৮ই, ২৪টি কোর্টে নিষ্পত্তির জন্য তোলা হবে ১৭৪৮টি মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলেছে ইংরেজি বছরের প্রথম জাতীয় লোক আদালত৷ আগামী শনিবার ৮ ফেব্রুয়ারি ত্রিপুরায় ২৪টি কোর্টে লোক আদালত বসবে৷ ত্রিপুরা হাইকোর্ট-সহ ৮ জেলায় বিভিন্ন আদালত চত্ত্বরে ওই লোক আদালতের আয়োজন করা হবে৷


বৃহস্পতিবার ত্রিপুরা লোকসেবা কর্তৃপক্ষের সদস্যসচিব শুভাশিস শর্মারায় জানিয়েছেন, প্রথম জাতীয় লোক আদালতে ১,৭৪৮টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে৷ তার মধ্যে ত্রিপুরা হাইকোর্টে লোক আদালত উপলক্ষ্যে একটি কোর্ট বসবে৷ তাতে ১৮টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে৷ তিনি জানান, ওই ১৮টি মামলার মধ্যে ১৫টি মোটর যান দুর্ঘটনা আপিল মামলা এবং বাকি তিনটি বৈবাহিক বিরোধ সংক্রান্ত আপিল৷


তিনি বলেন, ত্রিপুরায় জাতীয় লোক আদালতে মোটর যান দুর্ঘটনা ক্ষতিপূরণ, ব্যাঙ্কের অনাদায়ী ঋণ, আপসযোগ্য বিরোধ, এনআই অ্যাক্ট, কর্মচারীদের ক্ষতিপূরণ, বৈবাহিক বিরোধ, দেওয়ানি সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে৷ জানান, লোক আদালতগুলিতে ব্যাঙ্ক ঋণ পরিশোধ সংক্রান্ত ১,৩০৪টি মামলা, এমএসিটি মামলা ১৩৫টি, আপসযোগ্য বিরোধের ৮৭টি মামলা, বৈবাহিক বিরোধের ৯৩টি মামলা, এনআই অ্যাক্টের ৬৯টি মামলা, কর্মচারীদের ক্ষতিপূরণ সংক্রান্ত একটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে৷ ত্রিপুরা লোকসেবা কর্তৃপক্ষের সদস্যসচিব শুভাশিস শর্মারায় দ্রুত ও বিনা আইনি খরচে মামলা নিষ্পত্তির সুবিধা সংশ্লিষ্ট সবাইকে নিতে অনুরোধ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *