মা না থাকলে যশ-রুহিকে বড় করতে পারতাম না : করন জোহর

মুম্বই, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : মা হিরু জোহর না থাকলে তিনি যশ-রুহিকে বড় করতে পারতেন না। সন্তানদের জন্মদিনে পরিবারের একটি ছবি পোস্ট করে এমনটাই লিখলেন পরিচালক করণ জোহর। করণ  ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই বলিউডের শুভেচ্ছার বন্যা  |

আজ শুক্রবার তিন বছরে পা দিল যশ-রুহি | এদিন যশ-রুহির জন্মদিনে পরিচালক পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজের আনন্দের কথা জানিয়ে লেখেন, তাঁর মা হিরু জোহর না থাকলে তিনি যশ-রুহিকে বড় করতে পারতেন না। বার্তার সঙ্গে পরিবারের একটি ছবিও পোস্ট করেন করণ।

করণ জোহর ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই বলিউডের শুভেচ্ছার বন্যা |   কাজল, সোনালি বেন্দ্রে, রণবীর সিং, সীমা খান, নেহা ধুপিয়া, অভিষেক বচ্চন-প্রত্যেকে জন্মদিনের ভালবাসা জানিয়েছেন করণ জোহরের ছেলে-মেয়েকে। করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনও শুভেচ্ছা জানায় ইনস্টাগ্রাম পোস্ট করে। আলিয়া ভাট, সিদ্ধার্থ মলহোত্রা, বরুণ ধাওয়ান প্রত্যেকে সেখানে শুভেচ্ছা জানান। রণবীর সিং, অভিষেক বচ্চন-প্রত্যেকে জন্মদিনের ভালবাসা জানিয়েছেন যশ-রুহিকে।

উল্লেখ্য, বুধবার সন্তানদের জন্মদিনের গ্র্যান্ড পার্টি রেখেছিলেন করণ জোহর। তৈমুর আলি খান, আব্রাম, ইয়ানা খেমু, মিশা এবং জৈন কাপুর, রভি কাপুর-সহ প্রত্যেকে উপস্থিত ছিলেন সেখানে। ২০১৭ সালে সারোগেসির সাহায্যে একটি পুত্র ও কন্যা সন্তানের বাবা হন করণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *