নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও পেনশনারদের যৌথ উদ্যোগে গঠিত জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অফ সেভ কনস্টিটিউশান-সেভ অ্যাডুকেশানের উদ্যোগে বুধবার এক র্যালি সংগঠিত করা হয়৷ র্যালিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷ র্যালির মূল উদ্দেশ্যই সংবিধান বাঁচাও শিক্ষা বাঁচাও৷
র্যালিতে অংশ নিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ের অধ্যাপক সেলিন শাহ বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে শিক্ষাঙ্গনে অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তা কোনভাবেই কাম্য নয়৷ শিক্ষাঙ্গন এবং সংবিধান বাঁচাতে হবে৷ উচ্চশিক্ষা হল বিশ্ব জ্ঞানের আঁধার৷ এমন জায়গায় ঝুটঝামেলা কোনভাবেই কাম্য নয়৷ সে কারণেই সংবিধান বাঁচাও শিক্ষা বাঁচাও আন্দোলন সময়ের দাবি হয়ে উঠেছে৷
এই আন্দোলনে সকলকে অরাজনৈতিক মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি৷ কেননা দেশের প্রগতি এবং উন্নয়নের জন্য শিক্ষা অত্যন্ত জরুরি৷ শিক্ষা ক্ষেত্রে কোন ধরনের অরাজকতা কোনভাবেই মেনে নেওয়া উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন৷