নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী| এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে রাহুল গান্ধী বলেছেন, প্রধান ইস্যু থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়াই প্রধানমন্ত্রীর কৌশল| বৃহস্পতিবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের পরিপ্রেক্ষিতে ধন্যবাদজ্ঞাপন ভাষণ দেন প্রধানমন্ত্রী| লোকসভায় প্রধানমন্ত্রীর ধন্যবাদজ্ঞাপন ভাষণ শেষে সংসদ থেকে বেরোনোর সময় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী|
কংগ্রেস সাংসদের কথায়, ‘বর্তমানে সবচেয়ে বড় ইস্যু হল বেকারত্ব এবং চাকরি, প্রধানমন্ত্রীকে বহুবার এ বিষয়ে জিজ্ঞাসা করেছি, কিন্তু তিনি এ বিষয়ে একটি কথাও বলেননি| এর আগে অর্থমন্ত্রীও লম্বা বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু তিনিও এ বিষয়ে কোনও কথা বলেননি|’ রাহুল গান্ধী আরও বলেছেন, ‘প্রধান ইস্যুগুলি থেকে দেশবাসীর দৃষ্টি ঘুরিয়ে দেওয়াই হল প্রধানমন্ত্রীর কৌশল| তিনি কংগ্রেস, জওহরলাল নেহেরু, পাকিস্তান প্রভৃতি বিষয়ে বক্তব্য রেখেছেন, কিন্তু প্রধান বিষয়গুলি নিয়ে একটিও কথা বলেননি|’