BRAKING NEWS

মুসলিমরা ভারতে থেকে গিয়ে কোনও দয়া করেননি : যোগী

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : “মুসলিমরা ভারতে থেকে গিয়ে দেশের উপরে কোনও দয়া করেননি।” এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আদিত্যনাথের দাবি, “দেশভাগের সময়ে মুসলিমদের উচিত ছিল বিভাজনের বিরোধিতা করা, যার ফলে পাকিস্তানের জন্ম হয়েছিল।” সংখ্যালঘু সম্প্রদায়কে জড়িয়ে শাহিনবাগের আন্দোলন নিয়েও ওই সাক্ষাত্কারে বিতর্কিত মন্তব্য করেছেন যোগী। শাহিনবাগের নামোল্লেখ না করলেও তাঁর আক্রমণে স্পষ্ট হয়েছে ওই প্রসঙ্গ। তিনি বলেছেন, “এক বিশেষ সম্প্রদায়ের পুরুষেরা আসলে কাপুরুষ। নিজেরা কম্বল মুড়ি দিয়ে বাড়িতে বসে রয়েছেন আর আন্দোলন করতে মহিলা ও সন্তানদের বাইরে পাঠাচ্ছেন।”

যোগীর আরও দাবি, শাহিনবাগে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে না। তাঁর বক্তব্য, “এখানে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে না। আশপাশের বাসিন্দা এবং নিত্যযাত্রীদের তাতে অসুবিধা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *