রাজ্যপাল সকাশে টিপিএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মণকে কাঞ্চনপুরে গত ২৩ আগস্ট অল ইন্ডিয়া বেঙ্গলি অ্যাসোসিয়েশনের ছাত্র সংগঠনের নেতা চন্দন চ্যাটার্জী ও অনুপ নাগ তীব্র ভাষায় আক্রমণ করেছেন বলে অভিযোগ করেছে টিপিএফ নামে উপজাতিদের একটি আঞ্চলিক সংগঠন৷ সংগঠনের নেতৃবৃন্দ অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন৷ তাদের এক প্রতিনিধি দল বুধবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷


পাশাপাশি মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মণের জন্য জেড ক্যাটাগরি নিরাপত্তার ব্যবস্থা করতে তারা দাবি জানিয়েছেন৷ রাজ্যপাল প্রতিনিধি দলকে ঘটনার তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস করেছেন৷ উল্লেখ্য, এই ইস্যুকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর সহ পার্শ্ববর্তী এলাকা গুলিতে গত বেশকিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে৷ এনিয়ে বন্ধ পাল্টা বন্ধ সংগঠিত হয়েছে৷ রীতিমতো সাম্প্রদায়িক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে কাঞ্চনপুর মহকুমায়৷ এনিয়ে যে কোন সময় ফের হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত হওয়ার আশঙ্কাও রয়েছে৷ উদ্বুত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷ ওইসব এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মীরা মোতায়েন রয়েছে৷


বিশেষ করে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের দোড়গোড়ায় কাঞ্চনপুর মহকুমার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে৷ ফলে শান্তিপূর্ণ নির্বাচন নিয়েও অনেকেই আগাম আশঙ্কা ব্যক্ত করে চলেছেন৷ এ বিষয়ে প্রশাসনকে কঠোর মনোভাব গ্রহণ করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *