নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ কয়েক ঘন্টার ব্যবধানে রাজ্যের তিনটি মহকুমা থেকে মহিলা সহ তিনজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ সাতসকালে বিলোনিয়ার মতাইয়ে এক গৃহবধু ও তার দেবরের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তাঁরা ফাসিতে আত্মহত্যা করেছেনঊ বিলোনিয়া মহিলা থানার আধিকারিক জানিয়েছেন, তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল৷
এ-বিষয়ে মৃতার স্বামী জানিয়েছেন, গত সোমবার তার ছোট ভাই সুমন মুহুরির সাথে তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল৷ আজ সকালে তাদের জোড়া মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল৷ কিন্ত, পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে এ-বিষয়ে জেনেও তিনি বিশ্বাস করেননি৷
এদিকে, বিলোনিয়া মহিলা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকাল ৬টা নাগাদ এক গৃহবধু ও তার দেবরের ফাসিতে আত্মহত্যার খবর পাই মৃতার স্বামীর কাছ থেকে৷ তিনি জানান, মতাই হাই সুকলের পেছনে লেকের দক্ষিন পাশে একটি পেয়ারা গাছের একই ডালে একই শাড়ি দিয়ে ওই মহিলা ও তার দেবর ফাসিতে আত্মহত্যা করেছেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ বিলোনিয়া থানার ওসি এবং বিলোনিয়া এসডিপিও ঘটনাস্থলে যান৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিলোনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে৷ ওই পুলিশ আধিকারিকের কথায়, আত্মঘাতি সুমন মুহুরি ও তার ভ্রাতৃবধুর মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল৷ তাই ধারণা করা হচ্ছে, তাদের সম্পর্ক কেউ মেনে নেবে না বলেই তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷
আজ সাত সকালে সাব্রুমে উদ্ধার হয়েছে এক ইঞ্জিনীয়ারের ঝুলন্ত মৃতদেহ৷ তাঁর নাম সুলভ সরকার৷ বয়স তেইশ৷ তাঁর বাড়ি বিলোনীয়ার উত্তর ভারতচন্দ্রনগরের বটতলা এলাকায়৷ বিগত দুই মাস ধরে সাব্রুমে নির্মিয়মান আদালতের সাইট ইঞ্জিনীয়ার ও মেনেজার হিসাবে কর্মরত সেখানে৷ বুধবার সকালে শ্রমিকরা এই সাইড ইঞ্জিনীয়ারের রুমেই তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়৷ সাথে সাথেই খবর দেয়া হয় সাব্রুম থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে পারিবারিক অশান্তি ও মানসিক অবসাদের জেরে এই তরুন আত্মহত্যা করেছে৷ বনকরের এক কলেজপুড়য়া ছাত্রীর সাথে তাঁর প্রণয়ের সম্পর্ক ছিল৷ বেশ কিছুদিন এই সম্পর্ক চলার পর দুইদনে একদিন উদয়পুরে মাতাবাড়িতে গিয়ে বিয়ে করে এবং কোর্ট ম্যারেজ করে নেয়৷ কিন্তু, দুইপরিবার থেকে তাদের এই বিয়ে মেনে নিতে পারেনি৷ এই নিয়ে ঝামেলাও হয়েছে৷ বিয়ে করেও সংসার করতে না পারায় চরম মানসিক অবসাদে ভুগছিল সুলভ সরকার৷ এরই মধ্যে দম্পতির বিবাহ বিচ্ছেদও হয়ে যায়৷ তাতে এই তরুণ মানসিক দিক দিয়ে ভেঙ্গে পড়ে৷ গত কয়েকদিন ধরেই শ্রমিকরা তাঁকে চরম উদাসীন অবস্থায় দেখতে পাচ্ছিল৷ শেষ পর্যন্ত আজ সকালে সুলভ সরকারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এই ব্যাপারে সাব্রুম থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷
অন্যদিকে, নিজ ঘর থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুর থানার অধীন শিবনগর এলাকায়৷ নিহত যুবকের নাম সৌমেন দেবনাথ৷ বয়স আঠাশ৷ বুধবার সকালে এলাকার লোকজন সৌমেন দেবনাথের মৃতদেহ ঘরের মধ্যেই বিছানায় বসা অবস্থায় গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়৷ এটি আত্মহত্যা না হত্যা এনিয়ে ব্যাপক ধোঁয়াশা৷ সৌমেন পেশায় গাড়ি চালক৷ সে বিবাহিত এবং দেড় মাসের একটি শিশু সন্তান রয়েছে৷ স্ত্রী শিশু সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকেন৷ গতকাল করিমগঞ্জে গাড়ি নিয়ে গিয়েছিল সৌমেন৷ আসার সময় গাড়ির তিনটি চাকা নষ্ট হয়ে যায়৷ কাঞ্চনপুরের জম্পুই রোডে একটি দোকানে গাড়ির তিনটি চাকাই মেরামত করে৷ জানা গিয়ে ওই দোকানের মালিকের সাথে সৌমেনের দীর্ঘদিনের শত্রুতা৷ ওই দোকন মালিকের সাথে গতকালও সৌমেনের কথা কাটাকাটি হয়৷ রাত নয়টা নাগাদ সে বাড়ি ফিরে আসে৷ রাতে স্ত্রীর সাথে মোবাইলে কথাও হয়৷ তারপর বুধবার সকালে সৌমেন দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷
এদিকে, পারিবারিক ও মানসিক অশান্তির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধা৷ তার না হিরনী নাথ৷ বয়স ৫৭৷ ঘটনা কুমারঘাটের দেওছড়ার ৪ নং ওয়ার্ডে৷ বাড়ির পাশের জঙ্গলে বৃদ্ধাক মৃতদেহ বুধবার দুপুরে উদ্ধার করা হয়েছে৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷

