BRAKING NEWS

সিএএ বিরোধী প্রস্তাব পাশ রাজ্য মন্ত্রিসভায়

ভোপাল, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত মধ্যপ্রদেশ মন্ত্রিসভায়। পাশাপাশি মন্ত্রিসভার তরফে এই আইন প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।

বুধবার মুখ্যমন্ত্রী কমল নাথের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রীরা। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যের আইনমন্ত্রী পি সি শর্মা জানিয়েছেন, সংবিধানের ১৪ নম্বর ধারার পরিপন্থী সিএএ। দেশের সাম্য ভাবনার পরিপন্থী এই আইন। সেই কারণে মুখ্যমন্ত্রী কমল নাথের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই আইনের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়েছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পঞ্জাবের ক্যাবিনেটের মতোই মধ্যপ্রদেশ সরকারও এই আইন প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করল। পরবর্তী সময় সিএএ বিরোধী প্রস্তাব রাজ্যের বিধানসভাতেও পেশ করা হবে।

উল্লেখ করা যেতে পারে কেরল, পঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি সিএএ-র বিরুদ্ধে প্রস্তাব বিধানসভায় পাশ করিয়েছে। এবার সেই পথেই হাটতে চলেছে কংগ্রেস শাসিত এই রাজ্যটি। এর আগে সংসদের উভয় কক্ষে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী আইন। পাকিস্তান, আফগানিস্কান, বাংলাদেশে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কংগ্রেস, অন্যান্য বিরোধী দলগুলি এই আইনের তীব্র বিরোধিতা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *