বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি ৷৷ ৪ঠা ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে৷ রাজ্যেও দিবসটি নানা সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পালন করা হয়৷

এ উপলক্ষ্যে রাজধানী আগরতলা শহরে এক র্যালি অনুষ্ঠিত হয়৷ র্যালিতে নার্সিং পড়ুয়া সহ বিভিন্ন সুকল কলেজের ছাত্রচাত্রীরা অংশ নেয়৷ ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল কলেজের পক্ষ থেকে এই র্যালি সংগঠিত করা হয়৷ সচেতনতাই ক্যান্সারমুক্ত জীবনযাপনের অন্যতম পথ বলে উদ্যোক্তারা অভিমত ব্যক্ত করেছেন৷ র্যালির পাশাপত্রাশি ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়৷