নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে তা জানতে চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল | মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আসন্ন বিধানসভা নির্বাচনের আপের প্রধান প্রতিপক্ষের বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে কেজরিওয়াল বলেন, ‘‘অমিত শাহ বলেছেন দিল্লির জনাদেশ পেলেই তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম জানাবেন। কিন্তু দিল্লির মানুষ জানতে চায় তারা বিজেপিকে ভোট দিলে কে তাদের মুখ্যমন্ত্রী হবে।
দিল্লি বিধানসভা নির্বাচনের বাকি আর তিন দিন। ঠিক সেই সময় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে বলেন | পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রধান প্রতিপক্ষের দিকে চ্যালেঞ্জ করে কেজরিওয়াল বলেন, “বুধবার দুপুর ১টা পর্যন্ত ওদের সময় দিলাম৷ আমি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর সঙ্গে বিতর্কে বসতে চাই। আর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজেপি কোনও নাম ঘোষনা না করতে পারে, তাহলে আমি একটি সাংবাদিক সম্মেলন করবো”।
সাংবাদিক সম্মেলনে তিনি ঠিক কী বলবেন, সে বিষয়ে একটি কথাও না বলে কেজরিওয়াল বলেছেন, ‘‘অমিত শাহ বলেছেন দিল্লির জনাদেশ পেলেই তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম জানাবেন। কিন্তু দিল্লির মানুষ জানতে চায় তারা বিজেপিকে ভোট দিলে কে তাদের মুখ্যমন্ত্রী হবে। যদি অমিত শাহ কোনও অশিক্ষিত ও অযোগ্য মানুষের নাম করেন। সেটা দিল্লির মানুষদের সঙ্গে প্রবঞ্চনা হবে।”
তবে এবিষয়ে বিজেপি এখনও একটি কথাও বলেনি৷